facebook

এত সুন্দর একটা রাস্তা দিয়ে এক সময় কত হাটতাম আজ ভাবতেই কেমন যেন লাগছে! কতই না হাটা হাটছি এই রাস্তা দিয়ে…

ভর দুপুরে, কড়া রোদে কিংবা প্রচন্ড বৃষ্টিতে, মেঘলা আকাশে না হয় প্রচন্ড ঝড় বাতাসে, কখনো শীতের রাতে, ভীষণ কুয়াশায়, কখনো বিদ্যুৎ ছাড়া রাতের পূর্নিমায়, নাহয় অমাবস্যায়, কখনো হেটেছি বন্ধুদের সাথে কিংবা একা নাহয় শেয়ালের সাথে, বর্ষার রাতে ব্যাঙের সাথে, কখনো বিকালের পিছলে পড়া রোদে, কখনো মাঝ রাতে, কখনও সূর্যোদয়ে

এই অদ্ভুত সুন্দর রাস্তাটা তে হাটতে গিয়ে হাটার পথ যদি কখনো শেষ না হত তাহলে কতই না ভালো হত !!